kalerkantho


আশুলিায় সুটকেসের ভেতর নারীর লাশ, সাভারে স্কুল শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)    

২২ জুন, ২০১৮ ১৭:৫৭আশুলিায় সুটকেসের ভেতর নারীর লাশ, সাভারে স্কুল শিক্ষার্থীর

ঢাকার আশুলিয়ায় আজ শুক্রবার সকালে মহাসড়কের পাশে পড়ে থাকা একটি সুটকেসের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (২২) লাশ এবং সাভারের ভাকুর্তা থেকে একজন স্কুল শিক্ষার্থীর (১৪) ঝুলন্ত লাশ  উদ্ধার করেছে পুলিশ।

লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় হাবিব সিএনজি স্টেশনের পাশে পড়ে থাকা একটি সুটকেস দেখে পথচারীদের কৌতুহল সৃষ্টি হয়। পরে তারা সুটকেসের কাছে গিয়ে এর ভেতর থেকে বের হয়ে আসা চুলের কিছু অংশ দেখতে পায়। তাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে সুটকেসের ভেতর একজন নারীর লাশ দেখতে পায়। পরে লাশটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।

এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই অহিদ মিয়া বলেন, 'ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই নারীকে গলা টিপে হত্যা করে মরদেহটি গুম করার উদ্যেশ্যে সুটকেসে ভরে  গভীর রাতে সবার অলক্ষ্যে ওই স্থানে ফেলে যায়। ওই নারীর খুনিদের আটক করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অন্যদিকে, আজ শুক্রবার সকালে সাভারের ভাকুর্তা ইউনিয়নের নলাগড়িয়া দক্ষিণপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় স্থানীয় একটি কিন্ডার গার্ডেন স্কুলের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম বিপ্লব মিয়া (১৪)। সে ওই এলাকার মোসলে উদ্দিনের ছেলে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির জানান, 'পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।'    মন্তব্য