kalerkantho

গোপালগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি   

২২ জুন, ২০১৮ ১৪:৩৬ | পড়া যাবে ১ মিনিটেগোপালগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু

র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে গোপালগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। 

আজ শুক্রবার সকাল পৌনে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সম্মেলন স্থল শেখ মনি স্মৃতি মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়।

সেখানে কবি কাজী নজরুল ইসলামের পৌত্রি ও কবি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সদস্য খিল খিল কাজী বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। 

র‌্যালিতে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক ভূঞা, উপ-পরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলি খানসহ সরকারি বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

সম্মেলন চলাকালে প্রতিদিন বিকেলে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এসব সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা ও স্থানীয় শিল্পীরা অংশ নেবেন।

মন্তব্য