kalerkantho


ময়মনসিংহে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

কালের কণ্ঠ অনলাইন   

২২ জুন, ২০১৮ ০৯:৩২ময়মনসিংহে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ময়মনসিংহের ত্রিশাল ও তারাকান্দা উপজেলায় পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক বিক্রেতা নিহত হয়েছে বলে জানা গেছে। নিহত মাদক বিক্রেতারা হলেন- স্বপন ও আলী হোসেন।

গতকাল রাত থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত চলা ওই মাদকবিরোধী অভিযানে এ নিহতের ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৪টার দিকে ত্রিশালে অভিযান চালানো হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন মাদক বিক্রেতারা। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে মাদক বিক্রেতা স্বপন গুলিবিদ্ধ হন। পরে তিনি মমেক হাসপাতালে মারা যান।

অপরদিকে তারাকান্দা উপজেলা সদরের ফুলপুর সড়কের পাশে কয়েকজন মাদকের চালান নিয়ে ভাগাভাগি করছেন, এমন খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার একটি দল এবং তারাকান্দা থানা পুলিশ যৌথ অভিযান চালায়। পরে এলাকায় তল্লাশিকালে আলী হোসেন নামে এক মাদক বিক্রেতাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান সাংবাদিকদের জানান, নিহত মাদক বিক্রেতা আলী হোসেনের বিরুদ্ধে মাদকসহ ২০ টি মামলা রয়েছে।মন্তব্য