kalerkantho


নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের কণ্ঠ অনলাইন   

২২ জুন, ২০১৮ ০৯:১৪নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২

নওগাঁ জেলার সাপাহারে গোডাউন পাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত ওই দুজন আমের ব্যবসা করতেন।

আজ শুক্রবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নওগাঁ থেকে একটি ধান বোঝায় ট্রাক চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলো। ট্রাকটি সাপাহার বাজার গোডাউন পাড়া মোড়ে আসলে একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে সাপাহার থানার ওসি শামছুল আলম শাহ সাংবাদিকদের জানান, পুলিশ ঘটনাস্থল গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশের হেফাজতে নেয়। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।মন্তব্য