kalerkantho


ভোলা জেলা বিএনপির কার্যালয়ে নিরুত্তাপ

ভোলা প্রতিনিধি    

২২ জুন, ২০১৮ ০৫:০২ভোলা জেলা বিএনপির কার্যালয়ে নিরুত্তাপ

ছবি: কালের কণ্ঠ

ভোলা জেলা বিএনপির কার্যালয়ে নিরুত্তাপ বিরাজ করছে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলায় কোনো বিক্ষোভ মিছিল করেনি বিএনপি ও এর অঙ্গসংগঠন দলের কোনো নেতা-কর্মীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার এ বিক্ষোভ মিছিলের আয়োজনের কথা ছিল। তবে দুপুর পেড়িয়ে গেলেও বিএনপি কোনো ধরনের মিছিল ও বিক্ষোভের জন্য জড়ো হতে পাড়েনি বলে জানান টহলরত পুলিশ। 

এ বিষয়ে ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন আর রশিদ ট্রুমেন বলেন, পুলিশ আমাদের জেলা কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে। তাই আমরা সকলে এক সঙ্গে জড়ো হতে পারেনি। তবে আমাদের সকল প্রস্তুতি রয়েছে। 

তবে এ ব্যাপারে সদর থানার অফিসার্স ইনচার্জ ছগির মিয়া কালের কণ্ঠকে বলেন, এখানে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে জন্যই পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বিএনপি কার্যালয়ে কেউই কোনো বিক্ষোভ মিছিল করতে আসেনি।মন্তব্য