kalerkantho


ফেনীতে সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক নিহত

ফেনী প্রতিনিধি   

২১ জুন, ২০১৮ ২২:৪৯ফেনীতে সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক নিহত

ফেনীর দাগনভূঞায় বাসচাপায় মুজিবুল হক (৫৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কের সিলোনীয় পেট্রল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। নিহত মুজিবুল জায়লস্কর ইউনিয়নের জয়নারায়নপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলোনীয়ার আরজু ক্লিনিকের মালিক ও পল্লী চিকিৎসক মুজিবুল হক মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা শাহী পরিবহনের দ্রুতগামী বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। 

দাগনভূঞা থানার ওসি আবুল কালাম আজাদ জানান, পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করতে পারলেও চালক পালিয়ে যায়। মন্তব্য