kalerkantho


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৪০ লিটার চোলাই মদসহ আটক ৬

সিরাজগঞ্জ প্রতিনিধি   

২০ জুন, ২০১৮ ২১:৪০সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৪০ লিটার চোলাই মদসহ আটক ৬

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ৪০ লিটার চোলাই মদসহ ছয় যুবককে আটক করেছে র‌্যাব-১২। গতকাল মঙ্গলবার গভীর রাতে উল্লাপাড়া মীরপাড়া ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়। 

আটককৃতরা হলেন- উপজেলার রাজমান গ্রামের বাবুল মিয়ার ছেলে আব্দুল্লাহ (২২), নন্দী বেড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সালমান ফারসী (১৯), বর্ধনগাছা গ্রামের কালাম প্রামানিকের ছেলে নাছির উদ্দিন (২১), সাতভিলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে আলহাজ সরকার (২৩) ও ছোট ভাটবেড়া গ্রামের আবু সালেক হোসেনের ছেলে আকরাম হোসেন (২০) এবং নাটোর জেলা সদরের রাজাপুর গ্রামের ওমর খানের ছেলে জাকির খান (১৯)। 

এ ব্যাপারে আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১২ সিরাজগঞ্জে ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সাকিবুল ইসলাম খান জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া উপজেলার মীরপাড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ওই ছয় যুবককে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪০ লিটার চোলাই মদ, ৪টি মোবাইল ফোন, ও নগদ ২ হাজার ৬৪০ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মন্তব্য