kalerkantho


ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২

কালের কণ্ঠ অনলাইন   

১৯ জুন, ২০১৮ ১৫:৪৪ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, লেগুনা চালক সোহেল মিয়া ও অজ্ঞাতপরিচয় ব্যক্তি। সোহেল চাঁদপুর জেলা রনাগল এলাকার হারুন মিয়ার ছেলে। যাত্রীবাহী একটি বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার খাদুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রিপন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে সিলেট থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুছড়ে গেলে ঘটনাস্থলেই সেটির চালক ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়। এছাড়া দুর্ঘটনার শিকার যাত্রীবাহী বাসটিও পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ১০ যাত্রী আহত হয়। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 মন্তব্য