kalerkantho


সেনবাগে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

১৯ জুন, ২০১৮ ১৫:৪২সেনবাগে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে একটি শিশুর মৃত্যু হয়েছে। শিশুর নাম মাহাদী ইসলাম। তার বয়স দুই বছর। আজ মঙ্গলবার সকালে ডমুরুয়া ইউনিয়নের ট্টটরিয়া গ্রামের গফু হাজীর নতুন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মাহাদী ওই বাড়ির কুয়েত প্রবাসী ফরহাদ হোসেনের ছেলে।

মাহাদীর পরিবার জানান, সকালে খেলতে খেলতে সবার অজান্তে ঘর থেকে বের হয়ে যায় মাহাদী। পরে তাকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করলে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিক সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মাহাদীকে মৃত ঘোষণা করেন।

 মন্তব্য