ফরিদপুরের ভাঙ্গায় শাহ আলম শিকদার নামের এক মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন বাবা মুদি দোকানি আক্কাস শিকদার (৬০)।
গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের গাবতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে নিহতের তৃতীয় স্ত্রী জিয়াসমিন বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে দোকানে বসেছিলেন মুদি দোকানি আক্কাস। রাত সাড়ে ৯টার দিকে আক্কাসের দ্বিতীয় স্ত্রী মুক্তি বেগমের ছেলে শাহ আলম (১৭) তার কাছে নেশার টাকা চায়। টাকা না পেয়ে ক্ষিপ্ত শাহ আলম চাকু দিয়ে আক্কাসকে এলোপাতাড়ি কোপায়। এ সময় আক্কাসের ভাতিজা পল্লি চিকিৎসক আয়নাল শিকদার আক্কাসকে রক্ষা করতে দৌড়ে এলে শাহ আলম তাকেও কুপিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন আক্কাস শিকদার।
আহত আয়নাল শিকদার প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে। এ ব্যাপারে নিহতের তৃতীয় স্ত্রী জিয়াসমিন বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ওসি কাজী সাইদুর রহমান বলেন, 'পলাতক শাহ আলমকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।'
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...