সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জামাইয়ের চড়ে শ্বশুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জামাইকে আটক করেছে পুলিশ। আটক আব্দুল জলিল (৪০) একই উপজেলার হেলাতলা ইউনিয়নের উত্তর দিগং গ্রামের আব্দুল হামিদ বিশ্বাসের ছেলে। নিহত শ্বশুরের নাম আবুল কাশেমের (৭২)। সোমবার রাতে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের লক্ষ্মীখোলা গ্রামে এ ঘটনা ঘটে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিহতের স্ত্রী রোজিনা বেগম জানান, ১০ বছর আগে দিগং গ্রামের আব্দুল জলিলের সঙ্গে তার মেয়ে রেশমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে রেশমার ওপর বিভিন্নভাবে নির্যাতন করতে থাকে তার স্বামী আব্দুল জলিল। কিছুদিন আগে রেশমা বাবার বাড়িতে চলে আসে। সোমবার জলিল রেশমাকে নিয়ে যাওয়ার জন্য শ্বশুরবাড়িতে আসে।
এসময় শ্বশুরের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে আব্দুল জলিল তার শ্বশুরকে চড় মারে। এতে দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে আবুল কাশেম মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় প্রতিবেশীরা আব্দুল জলিলকে আটকে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে জলিলকে আটক করে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...