kalerkantho


ফরিদপুরের যেসব জায়গায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৪ জুন, ২০১৮ ২০:২৯ফরিদপুরের যেসব জায়গায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে

ফরিদপুর শহরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল আটটায় কুঠিবাড়ি কমলাপুর চাঁদমারী এলাকার ফরিদপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এই ঈদগা ময়দানে রাজনীতিক, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সুশীল সমাজসহ সর্বস্তরের মানুষ নামাজ আদায় করবেন। এছাড়া একই সময়ে শহরের ভাটিলক্ষীপুর চুনাঘাটা আলিয়া মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স মাঠ, চুনাঘাটা মডেল টাউন জামে মসজিদ ও ইয়াছিন কলেজ ময়দান ও রেল স্টেশন মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এর আগে সকাল সাড়ে সাতটায় চৌরঙ্গী জামে মসজিদ, ফরিদপুর পুলিশ লাইন্স ময়দান, গোয়ালচামট পানি উন্নয়ন বোর্ড জামে মসজিদ চত্বরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

তা ছাড়াও সকাল সোয়া আটটায় শহরের বায়তুল মোকাদ্দেম জামে মসজিদ, শেখ ফরিদ শাহ দরগা জামে মসজিদ, বায়তুল মোকাদ্দেম জামে মসজিদ। সাড়ে আটটায় শহরের চক বাজার জামে মসজিদ, আলীপুর  জামে মসজিদ, মিয়াপাড়া জামে মসজিদ, চর কমলাপুর বড় মসজিদ, জেলা কারাগার মসজিদ, পশ্চিম খাবাসপুর শামসুল উলুম জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এ ছাড়াও জেলা শহরের বাইরে সকাল আটটায় ভাঙ্গা ঈদগাঁ মাদ্রাসা মাঠ, সাড়ে আটটায় নগরকান্দার এম এন একাডেমি মাঠে, আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদে, চরভদ্রাসন কলেজ মাঠ ও বোয়ালমারী ছোলনা মাদ্রাসা ঈদ গাঁ ময়দান, সকাল ৯টায় সালথার ইউসুফদিয়া ঈদ গাঁ ময়দান, সকাল ১০টায় মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ও বোয়লমারীর খরসূতি ঈদ গাঁ ময়দান এবং সাড়ে ১০টায় সদরপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিল ময়দান ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। 

 মন্তব্য