kalerkantho


বরগুনা জেলা পুলিশের ঈদ সামগ্রী বিতরণ

বরগুনা প্রতিনিধি    

১৪ জুন, ২০১৮ ১৫:৩২বরগুনা জেলা পুলিশের ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরগুনায় অসহায় গরিব দুস্থদের মাঝে ঈদবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরগুনা জেলা পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বরগুনার পুলিশ লাইন্সে ঈদবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক বিপিএম, পিপিএম।

বরগুনা জেলা পুলিশের আয়োজনে এবং সাজিদ সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় আয়োজিত ঈদবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ, বরগুনা সদর থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম, সমাজকর্মী সুখরঞ্জন শীল প্রমুখ।

অনুষ্ঠানে ১২৫  জন অসহায় ও দুস্থদের মাঝে ঈদবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।  মন্তব্য