kalerkantho


ফরিদপুরে আওয়ামী লীগ নেতার ঈদবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১৪ জুন, ২০১৮ ১৩:০৬ফরিদপুরে আওয়ামী লীগ নেতার ঈদবস্ত্র বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণাবিষয়ক উপকমিটির সদস্য ও শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া ১৭ হাজার অসহায়, গরিব মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করেছেন। 

আজ বৃহস্পতিবার সকাল ১১টার ফরিদপুরের নগরকান্দা উপজেলার কদমতলী গ্রামের নিজ বাড়িতে নগরকান্দা ও সালথা উপজেলার মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে ফরিদপুর জেলা পরিষদের সদস্য মো. কামাল হোসেন মিয়াসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জামাল হোসেন মিয়া বলেন, 'সুখে-দুঃখে সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে আমি সীমিত সামর্থ্য নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি।' মন্তব্য