kalerkantho


ফরিদপুরে হতদরিদ্রদের মধ্যে এফডিএ'র ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১৪ জুন, ২০১৮ ১২:৪৩ফরিদপুরে হতদরিদ্রদের মধ্যে এফডিএ'র ঈদ সামগ্রী বিতরণ

ফরিদপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সি (এফডিএ)-এর উদ্যোগে এক হাজার হতদরিদ্র পরিবারের মাঝে চাল, চিনি, সেমাই ও গুঁড়ো দুধ বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে শহরের টেপুরাকান্দি এলাকায় এফডিএ কার্যালয় চত্বরে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

সংস্থার নির্বাহী পরিচালক মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু ফকির।

প্রধান অতিথি বলেন, ঈদ মানে আনন্দ-উৎসব। সে আনন্দ -উৎসবে সবার অংশগ্রহণ না হলে প্রকৃত আনন্দ পাওয়া যায় না। হতদরিদ্র মানুষ যাতে ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয় সেজন্য এফডিএ ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। আমরা সকলে মিলে পাশে দাঁড়ালে এ দেশে কেউ ঈদ আনন্দ থেকে বঞ্চিত হবে না।

অনুষ্ঠানে পরিবারপ্রতি ১০ কেজি চাল, এক কেজি চিনি, ২০০ গ্রাম সেমাই ও ৬০ গ্রাম করে গুঁড়ো দুধ দেওয়া হয়। মন্তব্য