kalerkantho


গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের কণ্ঠ অনলাইন   

১৪ জুন, ২০১৮ ১০:৪১গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলা চক্ষু হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে রংপুরগামী খালেক এন্টারপ্রাইজ বাসের সঙ্গে রংপুর থেকে ঢাকাগামী মায়ের আঁচল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন পুরুষ নিহত হন। এ সময় দুর্ঘটনায় আহত হন অন্তত ২৫ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। 

গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি হাসপাতালে আছে। হাসপাতাল থেকে মরদেহ দুটি হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হবে। মরদেহ দুটির পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এখন যানচলাচল স্বাভাবিক আছে।   মন্তব্য