kalerkantho


কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

কালের কণ্ঠ অনলাইন   

১৪ জুন, ২০১৮ ১০:০৬কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হলদিবাড়ির রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন : আবুল কালাম (২০), সোলায়মান (২৩) এবং আবদুস সাত্তার ফাক্কু (৬৫)। প্রথম দুজনের বাড়ি গঙ্গাচড়ায় আর তৃতীয়জনের বাড়ি ইসলামপুরে।  

কাউনিয়ার থানার ওসি মামুন অর-রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থল থেকে  মরদেহগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে বলে জানান তিনি। মন্তব্য