kalerkantho


পাবনায় নিখোঁজের ২ দিন পর একজনের মৃতদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি   

১৪ জুন, ২০১৮ ০০:৩৭পাবনায় নিখোঁজের ২ দিন পর একজনের মৃতদেহ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর পাবনার চরতারাপুর এলাকার পদ্মা নদী থেকে কুদ্দুস বিশ্বাস নামের একজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কুদ্দুস বিশ্বাস সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের গোয়ালবাড়ীয়া গ্রামের রমজান বিশ্বাসের ছেলে।

গত সোমবার সন্ধ্যার পর থেকে সে নিখোঁজ ছিলো। বুধবার রাত ১১ টার দিকে সদর থানা পুলিশ তার মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার করে।

সদর থানার ওসি ওবায়দুল হক জানান, এদিন রাতে চরতারাপুর এলাকার পদ্মা নদীর পাড়ে এক ব্যক্তির মৃতদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ রাত ১১ টার দিকে গিয়ে লাশ উদ্ধার করে। সংবাদ পেয়ে কুদ্দুস বিশ্বাসের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি কুদ্দুসের বলে শনাক্ত করেন।মন্তব্য