kalerkantho


গফরগাঁওয়ে ঈদে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের আগাম তৎপরতা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি    

১৩ জুন, ২০১৮ ২২:৩৬গফরগাঁওয়ে ঈদে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের আগাম তৎপরতা

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঈদ-উল-ফিতরে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশের আগাম তৎপরতা শুরু হয়েছে। 

পৌর শহরের বিভিন্ন প্রান্তে অবস্থিত বিপণী বিতান ও আবাসিক এলাকায় আইনশৃঙ্খলার যাতে অবনতি না হয় সে জন্য গফরগাঁও থানার অফিসার ইনচার্জ আবদুল আহাদ খান সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন। এ উপলক্ষে আজ বুধবার বিকেলে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ আবদুল আহাদ খান সঙ্গীয় ফোর্সসহ পৌর শহরের বিভিন্ন বিপণী বিতান ঘুরে ব্যবসায়ী ও ক্রেতাদের খোঁজ-খবর নেন এবং সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার আশ্বাস দেন।

এ ব্যাপারে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ আবদুল আহাদ খান বলেন, পবিত্র ঈদ-উল-ফিতরে সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর সার্বক্ষণিক তৎপরতা থাকবে। কারো কোনো সমস্যা হলে বা কোথাও আইনশৃঙ্খলার অবনতি হলে ডিউটি অফিসারের এই নম্বরে ০১৯৭১-৩৭৩৪৪১ কল দিলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ফোর্স ঘটনাস্থলে হাজির হবে।মন্তব্য