kalerkantho


ভূঞাপুরে ইউপি সদস্যসহ ৫ পলাতক আসামি গ্রেপ্তার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি   

১৩ জুন, ২০১৮ ১৮:১৬ভূঞাপুরে ইউপি সদস্যসহ ৫ পলাতক আসামি গ্রেপ্তার

টাঙ্গাইলের ভূঞাপুরে ইউনিয়ন পরিষদ সদস্যসহ ওয়ারেন্টভুক্ত পাঁচ পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
   
গ্রেপ্তারকৃতরা হলেন- ফলদা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাদের, ঘাটান্দী গ্রামের আনন্দ বেপারীর ছেলে মো. রফিক, একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে মমিন, পশ্চিম ভূঞাপুরের দুলাল মাষ্টারের ছেলে আমিনুল, গোবিন্দাসী পূর্ব পাড়ার জামাল আকন্দের ছেলে শহীদ আকন্দ। তাদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। 

এ ছাড়াও উপজেলার ঘাটান্দী গ্রামের আব্দুল জলিলের ছেলে মাদক ব্যবসায়ী আব্দুস সাত্তারকে দশ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে এই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ।মন্তব্য