kalerkantho


কৃষকের পেঁপেঁ বাগানের সব গাছ কেটে নষ্ট করল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২৭ মে, ২০১৮ ২১:২৮কৃষকের পেঁপেঁ বাগানের সব গাছ কেটে নষ্ট করল দুর্বৃত্তরা

ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের মধুপুর গ্রামে রবিউল শেখ নামে এক দরিদ্র কৃষকের ৬৫ শতাংশ জমিতে লাগানো ৫৪টি পেঁপেঁ গাছ কেটে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

গতকাল শনিবার দিবাগত রাতের যে কোনো  সময় এ ঘটনাটি ঘটেছে। সাথী ফসল হিসেবে ওই ক্ষেতে লাগানো মরিচের চারার ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ওই কৃষকের  দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ কৃষক  রবিউল শেখ আজ রবিবার মধুখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শক্রতার জেরে এ ঘটনাটি ঘটেছে।পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। 

ক্ষতিগ্রস্থ  কৃষক রবিউল শেখ অভিযোগ করেন, ‘পূর্ব শক্রতার জেরে পাশের গ্রামের গোপালপুর গ্রামের আনছার উদ্দিন মোল্লার দুই ছেলে জাফর মোল্লা ও জাকির মোল্লা শনিবার রাতের যে কোনো সময় আমার পেঁপেঁ গাছগুলো কেটে দিয়েছে। সাথী ফসল হিসেবে লাগানো মরিচের চারারও ক্ষতি হয়েছে। এতে আমার দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

তবে এ ঘটনায় অভিযুক্ত কারো সাথেই যোগাযোগ করতে না পারায় তাদের বক্তব্য জানা সম্ভব হয় নি।

মধুখালী থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।মন্তব্য