kalerkantho


জামালগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়েছে ৯ দোকান

হাওরাঞ্চল প্রতিনিধি    

২৫ মে, ২০১৮ ২১:২৬জামালগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়েছে ৯ দোকান

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে  ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় ব্যবসায়ীদের প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আজ শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার সাচনা বাজারের সিঅ্যান্ডবি রোডের পশ্চিম গলির মেহেদী কম্পিউটার নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে  তা পাশের আটটি দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সুনামগঞ্জ থেকে দমকল বাহিনীর সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো ইসলাম টেড্রার্স, শাহ জালাল মেশিনারিজ স্টোর, মনির এন্টারপ্রাইজ, মেহেদী কম্পিউটার, সূর্য মোবাইল সেন্টার, ওয়াহিদ স্টোর, উপমা মেশিনারিজ, ঝুমা স্টোর, বন্যা স্টোর ও সুরঞ্জন ভেরাইটিজ স্টোর।

খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান, জামালগঞ্জ থানার ওসি  আবুল হাসেম, ওসি (তদন্ত) মিজানুর রহমান, বণিক সমিতির সভাপতি ও উপজেলার সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, সাচনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শামীম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন।  মন্তব্য