kalerkantho


আহত ১

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি    

২৫ মে, ২০১৮ ১৯:৪২ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে সরিফন বেগম (৪৫) ও মোহাম্মদ মাঈনুদ্দিন (২৭) নামের দুইজনের মৃত্যু হয়েছে। একই সময় বজ্রপাতে আহত হয়েছেন নাঈমুদ্দিন নামের আরো একজন।

আজ শুক্রবার সকালে হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের লহুচাঁদ গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সরিফন বেগম হরিপুর ডাঙ্গীপাড়া লহুচাঁদ গ্রামের বাসিন্দা বাবলু রহমানের স্ত্রী এবং মাঈনুদ্দিন একই গ্রামের মৃত আসানু ইসলামের ছেলে। আহত নাঈমুদ্দিন নিহত মাঈনুদ্দিনের ছোট ভাই।

হরিপুর থানার ওসি রুহুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে দুই ভাই মাঈনুদ্দিন ও নাঈমুদ্দীন ধান কাটার উদ্দেশ্যে ক্ষেতে যাচ্ছিলেন। এ সময় প্রচণ্ড বাতাসসহ আকাশে কালো মেঘ করে আসে এবং বিদ্যুৎ চমকাতে থাকে। এ অবস্থায় দুই ভাই ক্ষেতের পাশে বাবলু নামের এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন। সেখানেও ঘন ঘন বজ্রপাত হলে বাবলুর স্ত্রী সরিফন বেগমসহ মাঈনুদ্দিন ও নাঈমুদ্দিন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পাশের উপজেলা রাণীশকৈল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সরিফন ও মাঈনুদ্দিনকে মৃত ঘোষণা করেন। অপর আহত নাঈমুদ্দিনকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে নাঈমুদ্দিন রাণীশংকৈল হাসপাতালে চিকিৎসাধীন।মন্তব্য