kalerkantho


শিবচরে ইয়াবা ও কালকিনিতে গাঁজাসহ আটক ২

মাদারীপুর প্রতিনিধি    

২৫ মে, ২০১৮ ১৭:০৪শিবচরে ইয়াবা ও কালকিনিতে গাঁজাসহ আটক ২

মাদারীপুর শিবচরের দ্বিতীয়া খণ্ড ইউনিয়নের ডিক্রীরচর এলাকা থেকে আজ শুক্রবার সকালে ৮০০ পিস  ইয়াবাসহ মিলন খান (৩৪) নামের এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

এ ছাড়া গতকাল বৃহস্পতিবার গভীর রাতে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে ৩৫০ গ্রাম গাঁজাসহ মিরন বেপারী (৩২) নামের দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শিবচর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ডিক্রীরচর এলাকা থেকে মাদক ব্যবসায়ী মিলনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক মিলন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশ জানায়।

অপরদিকে, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে ৩৫০ গ্রাম গাঁজাসহ মিরন বেপারী নামের মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটক মিরন বেপারী একই উপজেলার কোলচরী গ্রামের দলিল উদ্দিন বেপারীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মো. আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মিরন বেপারীকে গাঁজাসহ আটক করেন।মন্তব্য