kalerkantho


ঝালকাঠিতে জাতীয় কবির জন্মবার্ষিকী পালিত

ঝালকাঠি প্রতিনিধি    

২৫ মে, ২০১৮ ১৬:০২ঝালকাঠিতে জাতীয় কবির জন্মবার্ষিকী পালিত

ঝালকাঠিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে 'জাতীয় জাগরণে কবি নজরুল' শীর্ষক আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন 'নজরুল গবেষক' এস এম শাহজাহান।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহ আলম মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, রাজাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. কামরুন্নেছা আজাদ, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন খান প্রমুখ।

এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগেও নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় কবির জন্মবার্ষিকী পালিত হয়েছে। মন্তব্য