kalerkantho


শিবালয়ে জাতীয় কবির জন্মবার্ষিকী পালিত

কালের কণ্ঠ অনলাইন   

২৫ মে, ২০১৮ ১৫:৩২শিবালয়ে জাতীয় কবির জন্মবার্ষিকী পালিত

মানিকগঞ্জের শিবালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ শুক্রবার জেলার শিবালয়ের তেওতা জমিদার বাড়িতে সকাল ১০টার দিকে কবির পত্মী প্রমিলার জন্ম ভিটায় তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো.  আবদুল মতিনের নেতৃত্বে একটি শোভাযাত্রা তেওতা  জমিদার বাড়িসহ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রাটি জমিদার বাড়ির কাচারি মাঠে এসে  শেষ হয়।

এ সময় কাচারি মাঠে অনুষ্ঠিত হয় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আবদুল মতিন, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, নজরুল গবেষক রফিকুল ইসলাম, উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নজরুল ভক্তরা উপস্থিত ছিলেন। মন্তব্য