kalerkantho


চাঁদপুরের ফরিদগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

২৫ মে, ২০১৮ ০৮:৪৭চাঁদপুরের ফরিদগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার  সন্ধ্যায় ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। উপজেলার রূপসা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশুরা হলো- ওই বাড়ির তাজুল ইসলামের ছেলে তাহসিন (২) ও প্রবাসী মামুনের মেয়ে তাহমিনা (২)। তারা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই-বোন।

তাহসিনের বাবা তাজুল ইসলাম বলেন, তাহসিন ও তাহমিনা মাগরিবের আগে উঠানে খেলাচ্ছলে সবার অগোচরে বাড়ির পেছনের পুকুর পাড়ে চলে যায়। পরে দুই পরিবারের লোকজন তাদের না দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুজি শুরু করলে বাড়ির পেছনের পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাদের নিয়ে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাহসিনের পায়ের ও হাতের আঙুল টানাটানি করলে ফুটে উঠে। এ সময় জীবিত ভেবে রাতেই তাদের চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মো. মিজানুর রহমান দু’জনকেই মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।মন্তব্য