kalerkantho


রূপগঞ্জে ব্যবসায়ী নিখোঁজ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

২৫ মে, ২০১৮ ০২:২৫রূপগঞ্জে ব্যবসায়ী নিখোঁজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফারুক খান (৪৫) নামে এক বেডিং স্টোর ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। গত মঙ্গলবার উপজেলার তারাব পৌর এলাকার রূপসী খন্দকারবাড়ি থেকে ব্যবসায়িক কাজে বের হয়ে আর ফেরেননি তিনি। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে ফারুকের স্ত্রী শাহনাজ বেগম রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ফারুকের বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানার হাসাইল এলাকায়।

শাহনাজ বেগম জানান, তাঁরা দীর্ঘদিন ধরে রূপসী খন্দকারবাড়ি এলাকার জহিরুল ইসলাম মোল্লার বাড়িতে বসবাস করে বেডিং স্টোরের ব্যবসা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। গত মঙ্গলবার সকালে ফারুক ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।মন্তব্য