kalerkantho


ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে

ভোলায় পুরোহিতদের তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু

ভোলা প্রতিনিধি   

২৪ মে, ২০১৮ ১৭:৩৬ভোলায় পুরোহিতদের তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু

ভোলায় ধর্ম মন্ত্রণালয়ের আওতাভূক্ত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে পুরোহিতদের দক্ষতা উন্নয়নে সামাজিক মূল্যবোধ, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার স্থানীয় নলিনী দাস মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল হালিম। এ সময় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, হিন্দু কল্যান ট্রাস্টের আঞ্চলিক কর্মকর্তা চম্পা সেন, প্রধান শিক্ষক অসীম সাহা।

প্রশিক্ষণে জেলার বিভিন্ন মন্দিরের দুটি ব্যাচে ৫০জন পুরোহীত অংশ নেন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সিভিল সার্জন ডা. রথীন্দ্র নাথ মজুমদার, শিশু বিষয়ক কর্মকর্তা আক্তার হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেবুন্নেসা বেগম।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, পুরোহিতরা হচ্ছেন প্রথ প্রদর্শক। তাই তাদের জানার পরিমাণ বেশি থাকতে হবে। তাই পুরোহিতরা বর্তমান বিশ্বের প্রেক্ষিতে জ্ঞান অর্জন করতে হবে। তবেই দেশ অসাম্প্রদায়িতক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হবে।মন্তব্য