kalerkantho


সিদ্ধিরগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত

কালের কণ্ঠ অনলাইন   

২৪ মে, ২০১৮ ০৪:৫০সিদ্ধিরগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দক্ষিণ নিমাইকাসারী ক্যানেলপাড় এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা সেলিম ওরফে ফেন্সি সেলিম নিহত হয়েছে। নিহত সেলিম ১৫ মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ভোর ৩টার দিকে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। এতে সিদ্ধিরগঞ্জ থানার ওসিসহ ছয়জন আহত হয়েছেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেন্সি সেলিমকে মাদক বিক্রির সময় হাতেনাতে ধরতে মৌচাক এলাকায় অভিযানে গেলে সেলিম ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি শুরু করে। রাত আড়াইটা থেকে প্রায় ৩০ মিনিট পুলিশের সঙ্গে তাদের গুলি বিনিময় হয়। এ সময় ঘটনাস্থলেই সেলিম নিহত হয় ও পুলিশের ছয়জন আহত হয়। আহতরা খানপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মন্তব্য