kalerkantho


নওগাঁয় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁ প্রতিনিধি   

২৩ মে, ২০১৮ ২২:৪৭নওগাঁয় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁয় ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর দেড়টার সময় সদরের শহর বাইপাস সড়কের কোমাইগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- অনিক ইসলাম (২৮) ও সোয়েব (২৯)। অনিক শহরের আরজী নওগাঁ দপ্তরী পাড়া মহল্লার রেজাউন নবীর ছেলে ও সোয়েব একই মহল্লার আব্দুর রাজ্জাকের ছেলে।

এ ব্যাপারে নওগাঁ সদর  মডেল থানার ইন্সপেক্টর তদন্ত আনোয়ার হোসেন জানান, শহরের বাইপাস সড়কের কোমাইগাড়ী এলাকায় বালি বোঝাই ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী অনিক ও সোয়েব নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। পুলিশ ট্রাক্টরটিকে আটক করতে পারেনি।

 মন্তব্য