kalerkantho


ফরিদপুরে দুই ব্যবসায়ীকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

কালের কণ্ঠ অনলাইন   

২৩ মে, ২০১৮ ১৩:১৭ফরিদপুরে দুই ব্যবসায়ীকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট বাজারের চা ব্যবসায়ী কমল সাহা এবং বাজার ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মির্জা জাকির হোসেনকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।

আজ বুধবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে বাগাট বাজার এলাকায় আধাঘণ্টার মানববন্ধন কর্মসূচিতে বাজারের ব্যবসায়ীরা অংশ নেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাজার ব্যবস্থাপনা পরিষদের সভাপতি  মির্জা জাকির হোসেন, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লাল, মিজানুল রহমান সরদার প্রমুখ।

বক্তারা বাজারের দুই ব্যবসায়ীকে লাঞ্ছিত করার ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে ঘটনার প্রধান হোতা স্থানীয় এনজিও কর্মকর্তা মির্জা শহীদুলসহ জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।মন্তব্য