kalerkantho


ফেনীর সোনাগাজীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফেনী প্রতিনিধি   

২২ মে, ২০১৮ ২১:৩৭ফেনীর সোনাগাজীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফেনীর সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নে পানিতে ডুবে মোহাম্মদ আবদুল্লাহ (৩) নামের এক শিশুর  মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরসাহাভিকারী গ্রামের জুনাব আলী সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।
  
নিহত আবদুল্লাহ উপজেলার চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরসাহাভিকারী গ্রামের জুনাব আলী সওদাগর বাড়ির জাকির হোসেনের পুত্র।

সূত্র জানায়, নিহত শিশুটির মা তার পুত্রকে বাড়ির আঙিনায় খেলতে দেখে তিনি ঘরে গৃহস্থালীর কাজ করছিলেন। কিছুক্ষণ পর ছেলেকে আঙিনায় দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পেছনে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

চরদরবেশ ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম ভূট্টো পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন।মন্তব্য