kalerkantho


গুরুদাসপুরে দুই অভিযুক্ত জেএমবি সদস্য গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি    

২২ মে, ২০১৮ ১৩:৩১গুরুদাসপুরে দুই অভিযুক্ত জেএমবি সদস্য গ্রেপ্তার

নাটোরের গুরুদাসপুরে আমীর হামজা ও গোলাম হোসেন ওরফে স্বাধীন নামে দুই অভিযুক্ত জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গতকাল সোমবার রাতে উপজেলার চন্দ্রপুর গ্রামের একটি পুকুরপাড় থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে আজ মঙ্গলবার দুপুরে তাদেরকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

গ্রেপ্তার আমীর হামজা নলডাঙ্গা উপজেলার চাঁদপুর পূর্বপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে ও গোলাম হোসেন ওরফে স্বাধীন লালপুর উপজেলার শিবপুর গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আব্দুল হাই বলেন, 'সন্ত্রাস দমন আইনে মামলার পলাতক আসামি  জেএমবি সদস্য আমীর হামজা ও তার সহযোগী গোলাম হোসেন ওরফে স্বাধীন গুরুদাসপুরের চন্দ্রপুর পূর্বপাড়া গ্রামের একটি পুকুরপাড়ে অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানকালে ওই পুকুরপাড়ের একটি কলা বাগানে গোপন বৈঠক করা অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমীর হামজার বিরুদ্ধে নাটোরের নলডাঙ্গা থানায় সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

আমীর হামজা দীর্ঘদিন পলাতক ছিলেন এবং গোপনে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন বলে জানান ডিবির ওসি। মন্তব্য