kalerkantho


টাঙ্গাইলে পুকুর থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

কালের কণ্ঠ অনলাইন   

২০ মে, ২০১৮ ১৫:৪০টাঙ্গাইলে পুকুর থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

টাঙ্গাইলের ধনবাড়ীতে পুকুর থেকে ইসমাইল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই যুবকটি গত দুইদিন ধরে নিখোঁজ ছিলেন।

আজ রবিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, ইসমাইল মাদকাসক্ত ছিলেন। গত বৃহস্পতিবার রাত থেকে তিনি নিখোঁজ হন। শুক্রবারও তার খোঁজ পাওয়া যায় না। পরে শনিবার সন্ধ্যায় নরিল্ল্যা কলেজের দক্ষিণ-পূর্ব পাশের মজা পুকুরে স্থানীয়রা ইসমাইলের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

ধনবাড়ী থানার এসআই ফারুকুল ইসলাম সাংবাদিকদের জানান, ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।মন্তব্য