kalerkantho


ঝালকাঠিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ শুরু

ঝালকাঠি প্রতিনিধি    

২০ মে, ২০১৮ ১৪:৪৯ঝালকাঠিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ শুরু

প্রতিবন্ধী শিক্ষার্থীদের সঠিক পদ্ধতিতে পড়ানোর জন্য ঝালকাঠিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের সপ্তাহব্যপী প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ প্রশিক্ষণ শুরু হয়।

প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. দেলোয়ার হোসেন মাতুব্বর।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. রুহুল আমিন শেখের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে  অন্যদের মধ্যে বক্তব্য দেন সুইড বিশেষ শিক্ষা শিক্ষক প্রশিক্ষণ কেন্দের অধ্যক্ষ রুমিজ উদ্দিন আহম্মেদ, সহকারী অধ্যাপক শেখ মাহবুব আলী, বরিশাল বিএম কলেজের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামান এবং প্রশিক্ষক মো. ফয়সাল রহমান।

প্রশিক্ষণে জেলার ছয় প্রতিবন্ধী বিদ্যালয়ের ৫০ জন শিক্ষক অংশ নেন।মন্তব্য