kalerkantho


ফরিদপুরে বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১৭ মে, ২০১৮ ১৪:৪১ফরিদপুরে বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালিত

ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার ওই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শামসুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা, অধ্যক্ষ মোশার্রফ আলী, মো. আজহারুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বিশ্ব টেলিযোগাযোগ স্থাপন তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এ থেকে শিগগিরই সুবিধা পাওয়া যাবে। ফলে যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে আমাদের দেশ আরো এক ধাপ এগিয়ে যাবে। মন্তব্য