kalerkantho


ভালো নেই বিরল রোগে আক্রান্ত সেই মুক্তামনি

কালের কণ্ঠ অনলাইন   

১৭ মে, ২০১৮ ১৪:৩৯ভালো নেই বিরল রোগে আক্রান্ত সেই মুক্তামনি

বিরল চর্মরোগে আক্রান্ত সাতক্ষীরার কামারবাইশা গ্রামের সেই কিশোরী মুক্তামনি ভালো নেই। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গিয়ে বর্তমানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। মুক্তার অস্ত্রপাচার করা সেই ডান হাতটা ফের ফুলে গেছে। কিছু জায়গায় ফুলে গিয়ে ফেটে গেছে। আবারও আগের মতো জন্মাচ্ছে পোকা। অস্ত্রোপচার করা স্থানে ফুটো হয়ে ঝরছে রক্ত। দুর্গন্ধে তার ঘরে যাওয়া যাচ্ছে না।

আজ বৃহস্পতিবার মুক্তামনির বাবা ইব্রাহিম এ কথাগুলো জানান। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন ফোনে মুক্তার খোঁজখবর নিয়েছেন। তিনি তাকে জানিয়েছেন, আজ সংশ্লিষ্ট মেডিকেল বোর্ডের চিকিৎসকদের নিয়ে আলোচনায় বসবেন।

২০১৭ সালের জুলাই মাসে বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামনিকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর এই শিশুর চিকিৎসার দায়িত্ব নেন স্বাস্থ্য, শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামনির চিকিৎসার ব্যয়ভার বহনের দায়িত্ব নেন।

মুক্তামনির চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠনসহ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গেও যোগাযোগ করেছে ঢামেক কর্তৃপক্ষ। দীর্ঘ ছয় মাস চিকিৎসার পর হাতের অবস্থা কিছুটা ভালো হলে তাকে এক মাসের জন্য গ্রামের বাড়িতে আসার অনুমতি দেয়া হয়। বাড়িতে ফেরার পর আর ঢাকায় আসেনি। তবে চিকিৎসকের পরামর্শে তার চিকিৎসা চলেছে।

 মন্তব্য