kalerkantho


'যৌনপল্লীতে শিশু সুরক্ষা নিশ্চিতকরণ' শীর্ষক সভা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১৭ মে, ২০১৮ ১৩:২৪'যৌনপল্লীতে শিশু সুরক্ষা নিশ্চিতকরণ' শীর্ষক সভা

ফরিদপুরে যৌনপল্লীতে শিশু সুরক্ষা নিশ্চিতকরণ ও পাচার প্রতিরোধে আমাদের করণীয়' শীর্ষক অবহিতকরণ সভা হয়েছে।

বেসরকারি প্রতিষ্ঠান শাপলা মহিলা সংস্থার উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক  উম্মে সালমা তানজিয়া।

শাপলা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক চঞ্চলা মণ্ডলের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোস্তাফা কামাল, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক এস এম এ আলী আহসান, পরিমল চন্দ্র মণ্ডল, আ ন ম ফজলুল হাদী সাব্বির প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শাপলা মহিলা সংস্থা যৌনপল্লীর শিশুদের শিক্ষার দায়িত্ব নিয়েছে। এটি নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। কিন্তু ওই  বিষয়টি স্পর্শকাতর হওয়ায় প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হবে যাতে কোনো ভুল না হয়। তাদের সমাজের মূলধারা এবং সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সবাইকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে।মন্তব্য