kalerkantho


গফরগাঁওয়ে পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেপ্তার

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি    

১৭ মে, ২০১৮ ১৩:১০গফরগাঁওয়ে পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক পরিবারের তিন সদস্যসহ পৃথক মামলার পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাদেরকে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গফরগাঁও থানা পুলিশ গত বুধবার রাতে মামলার পরোয়ানাভুক্ত আসামি উপজেলার বাড়া উজানপাড়া গ্রামের ফজিলা খাতুন, তার দুই ছেলে মাসুদ মিয়া ও ফরহাদ মিয়াকে গ্রেপ্তার করে। একই রাতে পৃথক মামলায় ষোলহাসিয়া গ্রামের ফারুক মিয়ার ছেলে আলম মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, 'গ্রেপ্তারকৃতদের ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।' মন্তব্য