kalerkantho


ফরিদপুরে অটিজম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১৭ মে, ২০১৮ ০০:৩২ফরিদপুরে অটিজম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদ মিলনাতনে বুধবার দিনব্যাপী অটিজম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবেলিটিজ (এনএএডি) এর উদ্যোগে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় 'অটিজম ও নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধিতা' বিষয়ক উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা আয়োজন করা হয়।

এ অবহিতকরণ কর্মশালায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান। এতে প্রধান অতিথি ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা মনোয়ার। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ আহমেদ সাইফুল্লাহ, অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক মো. সায়েম হোসেন, অধীর কুমার বিশ্বাস।

এ কর্মশালায় প্রতিবন্ধি ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ এবং নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা আইন-২০১৩ এর বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, অটিজম একটি বিশেষ মানসিক অবস্থা। তাই অটিস্টিক শিশুদের প্রতি পরিবার ও সমাজের বিশেষ নজর ও যত্নের প্রয়োজন। আমরা সকলে মিলে তাদের প্রতি সহানুভূতিশীল হলেই তারা স্বাভাবিক জীবন যাপনে অভ্যস্ত হতে পারে।

দিনব্যাপী এ কর্মশালায় অটিস্টিক শিশু, অভিভাবক, শিক্ষক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।মন্তব্য