kalerkantho


নীলফামারীতে শিশু সুরক্ষায় সংলাপ অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি   

১৭ মে, ২০১৮ ০০:০০নীলফামারীতে শিশু সুরক্ষায় সংলাপ অনুষ্ঠিত

নীলফামারীতে শিশু সুরক্ষায় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও প্ল্যান ইণ্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় ওই সংলাপের আয়োজন করে জেলা শিশু কল্যাণ বোর্ড।

জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ও জেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্য সচিব নুসরাত ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।

এ সময় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওসমান গণি, জেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা রাফিয়া ইকবাল, প্ল্যান ইণ্টারন্যাশনাল বাংলাদেশের স্পন্সরসিপ কর্মসূচি সমন্বয়কারী লিঢাকত হোসেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ রংপুর বিভাগের কর্মসূচি ব্যবস্থাপক হৃশিকেষ সরকার প্রমুখ। স্বাগত বক্তব্য দেন ইউএসএস এর নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী।

সংলাপে শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন নিশ্চিত করণ, বাল্য বিবাহ প্রতিরোধ, বালিকা ও নারীর প্রতি সহিংসতা বন্ধ, সৃজনশীল মেধা বিকাশ পাঠ চক্র, সেবা প্রাপ্তিতে সামাজিক মানচিত্রের গুরুত্ব ইত্যাদি বিষয়ে মতামত ব্যক্ত করেন বক্তরা।মন্তব্য