kalerkantho


বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কালের কণ্ঠ অনলাইন   

২৭ এপ্রিল, ২০১৮ ১৪:১১বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের সাথে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন অন্তত তিনজন।

আজ শুক্রবার দুপুরে শেরপুর উপজেলার ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার ইয়াসিন মোল্লা সাংবাদিকদের জানান, এই দুর্ঘটনায় তিনজন মারা যান। আহত হন তিনজন। আহতদের মধ্যে একজন শিশু ও দুইজন নারী। তাদের উদ্ধার করে জিয়াউর রহমান মেডিক্যালে পাঠানো হয়েছে। হতাহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী।মন্তব্য