kalerkantho


নোয়াখালীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মুক্তিযোদ্ধার ওপর হামলা

কালের কণ্ঠ অনলাইন   

২৭ এপ্রিল, ২০১৮ ১২:১২নোয়াখালীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মুক্তিযোদ্ধার ওপর হামলা

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলাধীন পাঁচ নম্বর ওয়াসেকপুর ইউপির স্থানীয় মাদক ব্যবসায়ী ইমাম হোসেনের ( পিতা-আবদুল হক) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন অত্র ইউপির বাসিন্দা মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, তার বড় ছেলে গিয়াস উদ্দিনসহ স্থানীয় আরো কয়েকজন।

ঘটনার সূত্র গত এক মাস আগে। ওই এলাকার মুক্তিযোদ্ধা  এবং আরো কয়েকজন মিলে মাদকব্যবসায়ী ইমামকে এলাকায় মাদক বিক্রি বন্ধ করতে বুঝাতে যান।

এতে ইমাম ক্ষিপ্ত হয়ে গতকাল বৃহস্পতিবার তার চাচাতো ভাই সন্ত্রাসী মাইনউদ্দিন (পিতা-আবদুল গোফরান) এর নেতৃত্বে অস্ত্রধারী বিশ জন সন্ত্রাসীসহ মুক্তিযোদ্ধা এবং তার পরিবারের ওপর হামলা চালায়।

এতে গুরুতর আহত হন মুক্তিযোদ্ধা তার সন্তানসহ তাদের সন্ত্রাসী কর্মে বাধা দেওয়া বেশ কয়েকজন। পরে তাদের স্থানীয় বজরা হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন তাদের মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানসহ বেলাল নামে একজনের অবস্থা গুরুতর। মুক্তিযোদ্ধা ওই সন্ত্রাসী হামলার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন।

এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।মন্তব্য