kalerkantho


গফরগাঁওয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি    

২৬ এপ্রিল, ২০১৮ ১৪:৩৪গফরগাঁওয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ খুরশিদ মহল গ্রামের ব্রহ্মপুত্র নদ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার পাঁচবাগ খুরশিদ মহল গ্রামে ব্রহ্মপুত্র নদের পানিতে এক  অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

পাগলা থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, 'নাম-পরিচয়বিহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন বা পোশাক ছিল না।' মন্তব্য