kalerkantho


মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে এএসআই আহত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

২৬ এপ্রিল, ২০১৮ ১২:২৫মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে এএসআই আহত

ফরিদপুরের বোয়ালমারীতে গতকাল বুধবার রাতে  জাহিদ হোসেন নামের এক মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে বোয়ালমারী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সিন্ধু বিশ্বাস (২৮) আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, গতকাল বুধবার রাতে সাড়ে ৮টার দিকে পুলিশের বিশেষ অভিযানে বোয়ালমারী উপজেলা সদরের গুনবহা-কামারগ্রাম পুরানো সেতু এলাকায় মাদক ও ডাকাতি মামলার আসামী জাহিদ হোসেনকে আটক করা হয়। হঠাৎ তিনি ছুরি বের করে এএসআই সিন্ধু বিশ্বাসকে আহত করে দ্রুত পালিয়ে যান। 

স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সিন্ধু বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আসামি জাহিদ হোসেনকে আটক করতে অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।    মন্তব্য