kalerkantho


ডিসির সরকারি মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

মাদারীপুর প্রতিনিধি   

২৫ এপ্রিল, ২০১৮ ২২:৫২ডিসির সরকারি মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

মাদারীপুর জেলা প্রশাসকের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি করেছে একটি প্রতারক চক্র। আজ বুধবার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম ।

এ ব্যাপারে মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, তার সরকারি মোবাইল নম্বরটি (০১৭২৬৬০৪২২২) ক্লোন করে একটি প্রতারক চক্র তার অফিসের কয়েকজন কর্মচারীর কাছে টাকা দাবি করেন। 

তিনি আরো জানান, আমার অফিসের কয়েকজনের কাছে ফোন আসে। এ সময় আমার সরকারি মোবাইল নম্বরটি ভেসে ওঠে। ফোন করে কয়েকজনের কাছে টাকা চাওয়া হয়েছে। আসলে এসব ফোন কল আমার নয়। এসব প্রতারকের খপ্পরে টাকা লেনদেন না করে সেজন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। কারো কাছে এ রকম ফোন গেলে তারা যেন আইনের আশ্রয় নেন। 

একটি প্রতারক চক্র এই অপকর্ম করেছে বলে নিশ্চিত করে জেলা প্রশাসক এ বিষয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। মন্তব্য