kalerkantho


যুবলীগ নেতা আব্বাস উদ্দিনকে দেখতে হাসপাতালে শিক্ষামন্ত্রী

কালের কণ্ঠ অনলাইন   

২৫ এপ্রিল, ২০১৮ ০৯:৪২যুবলীগ নেতা আব্বাস উদ্দিনকে দেখতে হাসপাতালে শিক্ষামন্ত্রী

সড়ক দুর্ঘটনায় আহত সিলেটের যুবলীগ নেতা আব্বাস উদ্দিনের চিকিৎসার খোঁজ-খবর নিতে ওসমানী হাসপাতালে গেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

গতকাল মঙ্গলবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে যান তিনি। সেখানে তিনি আব্বাস উদ্দিনের চিকিৎসার খোঁজ-খবর নেন।

এ সময় শিক্ষামন্ত্রী হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. মাহবুবুল হককে প্রয়োজনীয় সুচিকিৎসার নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল রাতে রাজনগরে সড়ক দুর্ঘটনা আহত হন যুবলীগ নেতা আব্বাস উদ্দিনসহ আরো তিনজন।মন্তব্য