kalerkantho


ফরিদপুরে 'মহাকাশে ঘুরবে বঙ্গবন্ধু স্যাটেলাইট' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২৪ এপ্রিল, ২০১৮ ২২:৩৮ফরিদপুরে 'মহাকাশে ঘুরবে বঙ্গবন্ধু স্যাটেলাইট' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে 'মহাকাশে ঘুরবে বঙ্গবন্ধু স্যাটেলাইট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুর জেলা স্কুলের মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে ফরিদপুর বিজ্ঞান ক্লাব।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট বিজ্ঞান লেখক অধ্যাপক ম. হালিম। ফরিদপুর  জেলা স্কুলের প্রধান শিক্ষক মনি মোহন বিশ্বাসের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ওই বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ক শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন, আমিনুল হক প্রমুখ।

মূল প্রবন্ধে ম. হালিম বলেন, আগামী ৪ মে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। এর মাধ্যমে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে এক নতুন জগতে প্রবেশ করতে যাচ্ছে। 

তিনি বলেন, এ উৎক্ষেপণের মাধ্যমে তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে আমাদের যুগান্তকারী অর্জন সম্ভব হবে।

মূল প্রবন্ধ উপস্থাপনের পর শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করেন। তাদের প্রশ্নের জবাব দেন অধ্যাপক ম. হালিম।মন্তব্য