kalerkantho


নির্মাণাধীন ব্রিজের মাটি ধসে শ্রমিক নিহত

কালের কণ্ঠ অনলাইন   

২৪ এপ্রিল, ২০১৮ ১৬:০৭নির্মাণাধীন ব্রিজের মাটি ধসে শ্রমিক নিহত

নির্মাণাধীন একটি ব্রিজের মাটি ধসে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও গ্রামের এ ঘটনায় স্থানীয় এক দম্পতি আহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম আমিনুল ইসলাম (৪০)। আজ মঙ্গলবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে। আমিনুল ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর মহল্লার মৃত সইফত উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও সরকারপাড়া গ্রামে একটি নির্মাণাধীন ব্রিজের পাশের রাস্তার মাটি ধসে এক শ্রমিকসহ তিনজন চাপা পড়েন। পরে বালিয়াডাঙ্গী দমকল বাহিনী এসে তাদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শ্রমিক আমিনুলের মৃত্যু হয়।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মান্নান ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আহত আব্দুল আলী (৫২) ও তার স্ত্রী রশিদা বেগমকে (৪৫) উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 মন্তব্য